[ads1]আগামী ২ জুলাই ঢাকা-চট্টগ্রাম ও ময়মনসিংহ-জয়দেবপুর চারলেন সড়কের উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে রাজধানীর মানিকমিয়া অ্যাভিনিউয়ে আন্তর্জাতিক সিভিল সার্ভিস দিবস উপলক্ষে বিআরটিএ’র ভ্রাম্যমাণ ওয়ানস্টপ মোটরসাইকেল নিবন্ধন কার্যক্রম পরিদর্শনকালে মন্ত্রী এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, আগারগাঁওয়ের বঙ্গবন্ধু কনভেনশন হল থেকে ওই দিন সকাল ১০টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দুটি সড়কের উদ্বোধন করবেন।
তিনি বলেন, ঢাকা-চট্টগ্রাম চারলেনের উদ্বোধন কোরবানির ঈদের আগে উদ্বোধন করার কথা থাকলেও দেশের জনগণকে ঈদের উপহার দিতেই এই দুটি রাস্তা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
যাতে ঈদে ঘরমুখো মানুষের বাড়ি ফিরতে কোনো সমস্যা না হয়।[ads2]