পৌরসভা নির্বাচন উপলক্ষে নির্বাচনী এলাকায় ৩০ ডিসেম্বর সাধারণ ছুটি থাকবে। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত এক আদেশ জারি করা হয়েছে।
এতে বলা হয়েছে, পৌরসভা নির্বাচন উপলক্ষে নির্বাচনী এলাকার সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান, সংস্থার কর্মকর্তা-কর্মচারী এবং সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের ভোট দেওয়া ও ভোট গ্রহণের সুবিধার্থে নির্বাচনী এলাকায় ৩০ ডিসেম্বর সাধারণ ছুটি ঘোষণা করা হলো।
সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় ভোটের দিন কোনো পাবলিক পরীক্ষা থাকলে পরীক্ষাকেন্দ্র ও পরীক্ষা সংশ্লিষ্ট শিক্ষক-কর্মচারীরা সাধারণ ছুটির আওতার বাইরে থাকবেন বলেও আদেশে উল্লেখ করা হয়েছে।
আগামী ৩০ ডিসেম্বর দেশের ২৩৪টি পৌরসভায় মেয়র, সংরক্ষিত কাউন্সিলর ও সাধারণ আসনের কাউন্সিলর নির্বাচনে ভোট অনুষ্ঠিত হবে।