৩৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আজ শুক্রবার বিকালে অনুষ্ঠিত হবে। এবারই প্রথম ২০০ নম্বরের দুই ঘণ্টার এই পরীক্ষা নেয়া হবে।
বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট ও রংপুর কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) আসন বিন্যাস প্রকাশ করা হয়েছে।
এছাড়া পরীক্ষার্থীদের এসএমএসের মাধ্যমে পরীক্ষার সময় ও কোন কেন্দ্রে পরীক্ষা হবে-তা জানিয়ে দেয়া হয়েছে।
ক্যালকুলেটর নিষিদ্ধ: পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। কোন কেন্দ্রে পরীক্ষার্থীর কাছে ক্যালকুলেটর পাওয়া গেলে তার প্রার্থিতা বাতিল করবে পিএসসি। এ বিষয়ে পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ ই ম নেছার উদ্দিন বলেন, সব বিসিএসের প্রিলিমিনারিতে যে কোনো ধরনের ক্যালকুলেটর ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।
এবার বিসিএসে অংশ নিতে ২ লাখ ৪৪ হাজার ১০৭ জন প্রার্থী আবেদন করেছেন, যা বিসিএসের ইতিহাসে সর্বোচ্চ। এর আগে ৩৪তম বিসিএসে ২ লাখ ২১ হাজার ৫৭৫ জন আবেদন করেছিলেন। সেই হিসাবে গত বিসিএস থেকে ৩৫তম বিসিএসে ২২ হাজার ৫৩২ জন বেশি প্রার্থী আবেদন করেছেন।
৩৫তম বিসিএস থেকে দুইশ নম্বরের দুই ঘণ্টার প্রিলিমিনারি পরীক্ষা হবে।প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য থাকবে এক নম্বর। তবে ভুল উত্তরের জন্যে শূন্য দশমিক ৫০ নম্বর কাটা হবে। এবারের এই বিসিএসের মাধ্যমে বিভিন্ন ক্যাডারে এক হাজার ৮০৩ জনকে নিয়োগ দেয়া হবে।
৩৫তম বিসিএসে অংশ নিতে ঢাকা কেন্দ্রের অধীনে এক লাখ ৫৫ হাজার ২৪৪ জন, রাজশাহী কেন্দ্রে ২১ হাজার ৮৭৩ জন এবং চট্টগ্রামে ২০ হাজার ৪৬৯ জন প্রার্থী আবেদন করেছেন।
খুলনা কেন্দ্রে ১৪ হাজার ৭৮ জন, বরিশালে পাঁচ হাজার ৭২৯ জন, সিলেটে নয় হাজার ৮৫৮ জন এবং রংপুর কেন্দ্রের অধীনে পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন ১৬ হাজার ৮৫৬ জন।