৫ অক্টোবর থেকে ইলিশ ধরা নিষিদ্ধ

0

hilsa-i-300x150‘মৎস্য সংরক্ষণ ও সুরক্ষা আইন’ অনুযায়ী রবিবার ৫ অক্টোবর থেকে ১১ দিন ইলিশ ধরা ও বিক্রি নিষিদ্ধ করা হয়েছে। ইতোমধ্যেই মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এ বিষয়ে আদেশ জারি করেছে ।

চন্দ্রমাসের ভিত্তিতে প্রধান প্রজনন মৌসুম ধরে গত বছর সংশোধিত আইন অনুযায়ী আশ্বিনী প্রথম চাঁদের পূর্ণিমার দিন এবং এর আগে ও পরের ৫দিন করে মোট ১১ দিন ইলিশ ধরা বন্ধ থাকবে। এ বছর আশ্বিন মাসের পূর্ণিমা ১০ অক্টোবর।

এ সময় পর্যন্ত ইলিশ ধরা ও বিক্রির পাশাপাশি সরবরাহ ও মজুদও নিষিদ্ধ থাকবে। এ আদেশ অমান্যকারীকে দণ্ডনীয় অপরাধ হিসেবে বিবেচিত করে অভিযুক্তদের এক মাস থেকে সর্বোচ্চ ছয় মাস পর্যন্ত কারাদণ্ড এবং এক হাজার টাকা জরিমানা করা হবে।

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More