ঢাকা: কুমিল্লার চৌদ্দগ্রামে যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা দিয়ে সাতজন পুড়িয়ে হত্যার প্রতিশোধ নেয়া হবে বলে জানিয়েছেন র্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ।
তিনি বলেন, ‘যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা দিয়ে সাতজনকে পুড়িয়ে হত্যার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ‘আইনি প্রতিশোধ’ নেয়া হবে।’
কুমিল্লার চৌদ্দগ্রাম পাইলট উচ্চবিদ্যালয় মাঠে আজ বুধবার ‘নাশকতা প্রতিরোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি’ শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন র্যাব মাহপরিচালক।
প্রসঙ্গত, গত সোমবার রাত সাড়ে ৩টার দিকে কুমিল্লার চৌদ্দগ্রামে কক্সবাজার থেকে ঢাকা অভীমুখী আইকন পরিবহনের বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় সাতজন নিহত ও অন্তত ১০ জন দগ্ধ হয়েছেন।
র্যাব ডিজি বেনজীর আহমেদ বলেন, ‘পেট্রোল বোমা দিয়ে শান্তিপ্রিয় মানুষগুলোকে হত্যা করে কী লাভ হয়েছে? এই হত্যাকাণ্ড লজ্জার বিষয়।’