৮ পৌরসভায় ভোট ৭ আগস্ট

0

image_159382_0[ads1]দেশের আরো আট পৌরসভায় আগামী ৭ আগস্ট নির্বাচন হবে।
সোমবার নির্বাচন কমিশন (ইসি) চতুর্থ ধাপে এ আট পৌরসভার ভোটের তফসিল ঘোষণা করেছে।ইসির নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয় শাখার সহকারী সচিব রাজীব আহসান জানান, দিনাজপুরের ঘোড়াঘাট, নীলফামারীর ডোমার, রংপুরের পীরগঞ্জ, পটুয়াখালীর গলাচিপা, নড়াইলের লোহাগড়া, টাঙ্গাইলের ঘাটাইল, বগুড়ার সোনাতলা পৌরসভায় মেয়র ও কাউন্সিলর পদের তফসিল ঘোষণা করা হয়েছে।সেই সঙ্গে পাবনার বেড়া পৌরসভার ভোটের পুনঃতফসিল দেয়া হয়েছে।এ সব পৌরসভার ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১২ জুলাই, বাছাই ১৪ জুলাই ও মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২২ জুলাই। ভোট হবে ৭ আগস্ট, বলেন ইসির এ কর্মকর্তা।এ ছাড়া মানিকগঞ্জের সিংগাইর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদের ভোটের সময়সূচিও একই সময় রাখা হয়েছে।

উপনির্বাচন দুই পৌরসভায়[ads1]

[ads2]ইসি কর্মকর্তা রাজীব আহসান জানান, কিশোরগঞ্জের কুলিয়ারচর ও শরীয়তপুরের নড়িয়া পৌরসভায় মেয়র পদে শূন্য আসনের উপনির্বাচন ৪ আগস্ট নির্ধারণ করা হয়েছে।
এর আগে পৌর নির্বাচনের প্রথম পর্বে গত ৩০ ডিসেম্বর ২২৭টি পৌরসভায় ভোট হয়। তাতে আওয়ামী লীগ ১৭৭টি ও বিএনপি ২২টিতে মেয়র পদে জয় পায়।
জাতীয় পার্টির একজন মেয়র হন। এ ছাড়া ২৬ জন স্বতন্ত্র প্রার্থী মেয়র হন, যার ১৮ জনই আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী।
দ্বিতীয় পর্বে গত ২১ মার্চ ভোটে ১০ পৌরসভার সবকটিতে জয় পান ক্ষমতাসীন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থীরা।
তৃতীয় পর্বে ২৫ মে ৯ পৌরসভায় ভোট হয়। নয়টি পৌরসভার সাতটিতেই মেয়র পদে জয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা। অন্য যে দুজন মেয়র পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন, তাঁরাও আওয়ামী লীগেরই নেতা। দলের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন তাঁরা।
তিন শতাধিক পৌরসভার মধ্যে মেয়াদোত্তীর্ণ হওয়া, সীমানা ও মামলা জটিলতায় কিছু পৌরসভার নির্বাচন আটকে রয়েছে। বাধা কেটে গেলে বাকি পৌরসভায় ‘যথাসময়ে’ ভোট অনুষ্ঠিত হবে বলে ইসি কর্মকর্তারা জানান।[ads2]

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More