ঢাকা: গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয় উড়িয়ে দেয়ার হুমকি দিয়েছেন জাসদ নেত্রী ও সংসদ সদস্য শিরিন আক্তার।
তিনি সোমবার দুপুরে গুলশানের রাজউক পার্কে ট্রাকের ওপর অস্থায়ী মঞ্চে বক্তৃতাকালে এই হুমকি দেন।
এর আগে গুলশান-২ থেকে নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খানের সঙ্গে শিরিন আক্তার শ্রমিক-কর্মচারী-পেশাজীবী-মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের পক্ষে খালেদা জিয়ার কার্যালয় ঘেরাওয়ে যান।
তার বক্তব্য শেষে শিরিন আক্তার মঞ্চে উঠে বলেন, ‘আমরা খালেদা জিয়াকে অবরোধ-হরতাল প্রত্যাহারে ৪৮ ঘণ্টার সময় বেধে দিচ্ছি। এর মধ্যে কর্মসূচি পত্যাহার না হলে গুলশানে তার কার্যালয়ই থাকবে না। উড়িয়ে দেয়া হবে।’