ঢাকা: বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মাহফুজুল হক বলেছেন, দেশে গুম, খুন, ও অপহরণ বেড়েই চলেছে। এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে হলে আল্লাহর জমিনে খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। যতদিন খেলাফত প্রতিষ্ঠা না হবে ততোদিন আমাদেরকে সংগ্রাম চালিয়ে যেতে হবে।
সোমবার বিকেলে ঢাকা মহানগরীর উদ্যোগে বিমাবন্দর স্থানীয় মসজিদে বাংলাদেশ খেলাফত মজলিস বিমানবন্দর, খিলগাঁও, উত্তরখান, দক্ষিণখান থানাসমূহের যৌথ দায়িত্বশীল বৈঠকে তিনি এ কথা বলেন।
এ সময় তিনি আগামীকালের কর্মী সম্মেলন সফল করার জন্য নেতাকর্মীদের আহ্বান জানান।
ঢাকা মহানগর সভাপতি মাওলানা এনামুল হক নূরের সভাপতিত্বে অনুষ্ঠিত দায়িত্বশীল বৈঠকে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক মাওলানা আতাউল্লাহ আমীন, মহানগর সেক্রেটারী মাওলানা এনামুল হক মূসা, মাওলানা হাবীবুর রহমান, মাওলানা নেয়ামতুল্লাহ, মাওলানা মোস্তাফিজুর রহমান, মাওলানা আবুল কাশেম, মাওলানা আব্দুল জলিল প্রমুখ।