কেন্দ্রীয় জাসদের সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া বলেছেন, দুর্নীতি রোধ না করলে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করা সম্ভব হবে না। শেখ হাসিনা দেশের উন্নয়ন, পদ্মা সেতু নির্মাণ ও যুদ্ধাপরাধীদের বিচার করছেন। শিক্ষা, স্বাস্থ্যসহ দেশের মানুষের মৌলিক চাহিদা পুরণ করতে সক্ষম হয়েছেন। এজন্য বাংলার মানুষ শেখ হাসিনার প্রতি চির কৃতজ্ঞ থাকবে।
তিনি শনিবার দুপুরে গোপালগঞ্জ জেলা জাসদের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
গোপলগঞ্জ জেলা জাসদের সভাপতি সহিদুল হকের সভাপতিত্বে সাধারণ সম্পাদক শেখ মাসুদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে অন্যদের মধ্যে কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক সম্পাদক শওকত রায়হান, আইন বিষয়ক সম্পাদক জহিরুল আলম বাবর, সমবায় বিষয়ক সম্পাদক হেমায়েত উল্লাহ হিরো, সদস্য সাইদুজ্জামান, খন্দকার সাইদুল রহিম বিটুল, জাতীয় যুব ফ্রন্টের কেন্দ্র্রীয় কমিটির সভাপতি রোকনুজামান রোকন, সম্মেলনের আহ্বায়ক বদর খান ঠাকুর, গোপালগঞ্জ জেলা জাসদ নেতা শংকর কুমার দাস, সাঈফুর রশিদ চৌধুরী, এস এম বাবুল হক টুটুল, শেখ মহব্বত-ই-আনোয়ারসহ জেলার পাঁচ শতাধিক জাসদ নেতাকর্মী উপস্থিত ছিলেন।
Prev Post