বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) মন্তব্য করে বলে জাতীয় সংগীত আয়োজন করে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ তাদের দুর্নীতিকে ঢাকতে চায়।
সিপিবি ও বাসদ নেতারা বলেছেন, আওয়ামী লীগ ভাবছে ২০২১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকবো এবং এই ভেবে মনে মনে শপথ নিয়ে জাতীয় সংগীত গাইবো।
তারা আরো বলেন, আজ অনেক টাকা খরচ করে বিশ্ব রেকর্ড গড়ার জন্য জাতীয় সংগীতের আয়োজন করা হয়েছে। কিন্ত কেন জাতীয় সংগীত গাইতে এতো টাকা খরচ হবে? দেশের মানুষকে তো বললেই তারা চলে আসবে। আসলে এ আয়োজন করে আওয়ামী লীগ তাদের লুটপাটকে ঢাকতে চায়। আর এ জন্যই এ আয়োজন করেছে তারা।
আজ মঙ্গলবার সন্ধ্যায় মহান স্বাধীণতা দিবস উপলক্ষে সিপিবি ও বাসদ আয়োজিত মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ও যুদ্ধাপরাধীদের বিচার শীর্ষক আলোচনা সভায় বক্তরা এ কথা বলেন।