ঢাকা: বিকল্পধারা বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরী বলেছেন, “মহাজোটের বাইরে পাতানো নির্বাচন হলে অংশ নেবে না বিকল্পধারা। এ ধরনের তামাশার নির্বাচন করা হলে বিকল্প কর্মসূচির মাধ্যমে রাজপথে থাকবে বিকল্পধারা।”
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে সাক্ষাৎ শেষে রোববার রাত ১০টায় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
নির্বাচনকালীন সরকার সম্পর্কে মাহী বলেন, “আগে ছিল লাল টুপি এখন হচ্ছে নীল টুপি।”
এ সময় বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব মেজর অব. আব্দুল মান্নান বলেন, “আমরা একদলীয় নির্বাচনের চেষ্টা প্রত্যাখ্যান করছি। আমরা খালেদা জিয়াকে জানাতে এসেছি বিকল্পধারাসহ যে কয়টি দল গত কয়েক মাস ধরে কাজ করছি, তারা একদলীয় নির্বাচন প্রতিহত করব। এই নির্বাচন দেশের সুফল বয়ে আনবে না। অনেক আগ থেকেই আমারা এই নির্বাচনের বিরুদ্ধে কথা বলে আসছি।”