নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘কোনো নিয়মনীতি ছাড়াই বিনা কারণে বেগম খালেদাকে অবৈধভাবে পুলিশ প্রহরায় আটকে রাখা হয়েছে। কিন্তু বালুর ট্রাক দিয়ে তাকে চিরদিন আটকে রাখা যাবে না। সরকারের অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে দেশের সাধারণ মানুষ জেগে উঠলে কোনো বাহিনীই কাজে আসবে না।’
আজ রবিবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে স্বাধীনতা প্রজন্ম বাংলাদেশ কেন্দ্রীয় সংসদ আয়োজিত ‘৫ জানুয়ারির নির্বাচন গণতন্ত্র ও বাংলাদেশ’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
‘অবরুদ্ধ’ খালেদার জন্য রাজপথে কোনো আন্দোলন না থাকায় বিএনপির সমালোচনা করে মান্না বলেন, “এতো জনপ্রিয় একজন নেত্রীকে অবরুদ্ধ করে রাখা হলো অথচ এখন পর্যন্ত বিএনপির নেতাকর্মীদের কোনো কার্যক্রম দেখা গেল না।”
সভায় আরো বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ নজরুল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুকুমার বড়ুয়া, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রুহিন ফারহান প্রমুখ।