বিকল্প ধারা বাংলাদেশ এর চেয়ারম্যান এ কে এম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, ‘বিভিন্ন গণমাধ্যমে দেখেছি কূটনীতিকরা খালেদা জিয়াকে তিনটি প্রস্তাব দিয়েছেন। তার মধ্যে একটি রয়েছে প্রেসিডেন্টের অধীনে সব দলের সমন্বয়ে নির্বাচনের একটি প্রস্তাব। এই প্রস্তাবে আমি সমর্থন জানাই। তবে এর সাথে আরও তিনটি প্রস্তাব রয়েছে।’ শনিবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সাবেক এই রাষ্ট্রপতি এই প্রস্তাবের কথা জানান।