ৎএ সময় কাজী জাফরের সমাবেশে বোমা হামলার নিন্দা জানিয়ে তিনি বলেন, আমি যখন দল গঠন করেছি, তখন রক্তের ওপর দিয়ে করতে হয়েছে। বঙ্গবীর কাদের সিদ্দীকিকেও রক্তের ওপর দল গঠন করতে হয়েছে। আজকেও তাই ঘটলো।
বিকল্প ধারা বাংলাদেশের প্রেসিডেন্ট ও সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, জাতীয় পার্টি ও এরশাদের বর্তমান অবস্থা যদি এরশাদ ও শেখ হাসিনার সাজানো নাটক হয়, তবে তা নিন্মমানের নাটক। শুক্রবার বিকালে জাতীয় প্রেসক্লাবে কাজী জাফর নেতৃত্বাধীন জাতীয় পার্টির একাংশের বিশেষ কাউন্সিল অধিবেশনে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, গত ৫ বছরে বিরোধিদলের একটি দাবিও মানেনি সরকার। এটা গণতন্ত্রের ভাষা হতে পারে না। পৃথিবীর এমন কোনো নজির নাই যেখানে বিরোধীদলের একটি কথাও রাখে না।সাবেক এই রাষ্ট্রপতি বলেন, প্রধানমন্ত্রীর বক্তব্য শুনে আমি অবাক হলাম- তিনি বলেছেন, নির্বাচনের পর সংসদ ভেঙ্গে দিবে। আমার মনে হয়, বিরোধীদল এতে সায় দিবে না। আর দেশের জনগণও এত বোকা নয়।