চট্টগ্রাম: চট্টগ্রামের চার উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে বিএনপির ও জামায়াত-শিবিরের ১৩ কর্মীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে নাশকতা ও সহিংসতার সৃষ্টির অভিযোগ রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
রোববার দিন ও রাতভর অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।
আটককৃতদের মধ্যে পাঁচজন বিএনপির, সাতজন জামায়াতের ও একজন শিবিরের কর্মী রয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) নাইমুল হাছান বাংলামেইলকে বলেন, ‘রোববার দিন ও রাতভর চট্টগ্রামের মিরসরাই, সীতাকুণ্ড, পটিয়া ও লোহাগাড়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ১৩ কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা বিভিন্ন সময়ে নাশকতা ও সহিংসতা সৃষ্টি করে আসছিল।’