ঢাকা: পবিত্র শবে বরাত উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
শুক্রবার রাত সাড়ে ৮টায় রাজধানী চন্দ্রিমা উদ্যানে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জাতীয়তাবাদী ওলামা দল আয়োজিত পবিত্র শবে বরাত উপলক্ষে খতমে কোরআন ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে তিনি অংশগ্রহণ করেন। মোনাজাত পরিচালনা করেন জাতীয়তাবাদী ওলামা দলের সভাপতি আব্দুল মালেক।
সংগঠনটির সভাপতি আব্দুল মালেকের সভাপতিত্বে খতমে কোরআন ও মিলাদ মাহফিলে অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান, মির্জা আব্বাস, উপদেষ্টা পরিষদের সদস্য ডা. এজেড এম জাহিদ হোসেন, ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন, যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু, অর্থবিষয়ক সম্পাদক আব্দুস সালাম, যুব দলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবীর খোকন, ধর্ম বিষয়ক সম্পাদক মাসুদ তালুকদার, সহ-দপ্তর সম্পাদক শামীমুর রহমান শামীম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব-উন-নবী খান সোহেল, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন।