২০ দলের অনির্দিষ্ট কালের অবরোধের ৪র্থ দিনে রাজধানীর বাড্ডায় রাজপথ অবরোধ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগরী উত্তর।
শুক্রবার সকাল ৯টায় বাড্ডার শাহাজাদপুরে রাজপথে ইট পাটকেল ফেলে প্রায় ২০ মিনিট রাস্তা অবরুদ্ধ করে রাখে বিক্ষুব্ধ শিবিরকর্মীরা। এসময় তারা অবরোধের পক্ষে স্লোগান দিতে থাকে।
ঢাকা মহানগরী উত্তরের দপ্তর সম্পাদক জামিল মাহমুদের নেতৃত্বে অবরোধে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ভাটারা ধানা সভাপতি আবদুর রহমান, বাড্ডা দক্ষিণ সভাপতি জাকির হোসাইনসহ অন্যান্য স্থানীয় শিবির নেতৃবৃন্দ।