ঢাকা: দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল স্থগিত না করায় ১৮ দলীয় জোটের চলমান ৭২ ঘণ্টার অবরোধ কর্মসূচির সময় আরো দুই দিন বাড়িয়ে বৃহস্পতিবার বিকেল ৫টা পর্যন্ত করা হয়েছে। এতে ৭২ ঘণ্টার অবরোধের সঙ্গে যুক্ত হলো আরো ৫৯ ঘণ্টা।
সোমবার এক ভিডিও বার্তায় অবরোধ কর্মসূচির সময় বাড়ানোর ঘোষণা দিয়েছেন বিএনপির দায়িত্বপ্রাপ্ত যুগ্ম-মহাসচিব সালাহউদ্দিন আহমেদ।
এর আগে গত শুক্রবার রাত ১০টার দিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ৭২ ঘণ্টার অবরোধ কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন বিএনপির যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, যা মঙ্গলবার সকাল ৬টায় শেষ হওয়ার কথা ছিল। কিন্তু নির্বাচন কমিশনের অনড় অবস্থানের কারণে আগামী বৃহস্পতিবার বিকেল ৫টা পর্যন্ত এই কর্মসূচি বাড়ানো হয়েছে বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে।
৭২ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণার আগে সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে টানা ৭১ ঘণ্টা অবরোধ পালন করে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।
এইচ এন