নিজের অনুপস্থিতিতে দল ও জোট পরিচালনায় করণীয় নির্ধারণ করে নেতাকর্মীদের জন্য নির্দেশনার একটি ‘খসড়া’ তৈরি করেছেন বিএনপি চেয়ারপারসন ও ২০ দলীয় জোটনেত্রী বেগম খালেদা জিয়া। গ্রেফতারের লক্ষ্যে তার কার্যালয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রবেশের সঙ্গে সঙ্গেই দেশব্যাপী ‘অসহযোগ’ কর্মসূচি ঘোষণার সিদ্ধান্তও নেয়া হয়েছে। আর দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলনে অনড় থাকবেন খালেদা জিয়া। দলটির একাধিক দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন। সূত্রটি জানান, দলটির গঠনতন্ত্র অনুযায়ী বেগম খালেদা জিয়া গ্রেফতার হলে চেয়ারপারসনের দায়িত্ব পালন করবেন দলটির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। আর তারেক রহমানকে সহায়তা করতে দলের গুরুত্বপূর্ণ কয়েকজন নেতাকে নিয়ে ইতিমধ্যে একটি সমন্বয়ক কমিটি গঠনের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে। সম্ভাব্য সমন্বয়ক কমিটির তালিকায় রয়েছেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম, আ স ম হান্নান শাহ, নজরুল ইসলাম খান, ড. আব্দুল মঈন খান ও ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান। বেগম খালেদা জিয়ার নির্দেশনায়ই এ কমিটি চূড়ান্ত হবে বলে সূত্র জানিয়েছে। জানা যায়, ২০০৭ সালের ৩ সেপ্টেম্বর ওয়ান-ইলেভেনের সময় বেগম খালেদা জিয়া গ্রেফতার হওয়ার পর কাউকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেয়া হয়নি। ওই সময় দলের গঠনতন্ত্রে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিধান ছিল না। কিন্তু ২০০৯ সালের ৮ ডিসেম্বর দলের ষষ্ঠ কাউন্সিলে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিধান রাখা হয়। অর্থ্যাৎ গঠনতন্ত্র অনুযায়ী চেয়ারপারসনের অবর্তমানে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যানই দলের নেতৃত্ব দেবেন। এদিকে বিএনপির একাধিক নেতার সঙ্গে আলাপকালে জানা গেছে, খালেদা জিয়া গ্রেফতার হলে দল ও জোটের কি করণীয় রয়েছে তা একটি ‘সংক্ষিপ্ত লিখিত বার্তায়’ প্রস্তুত করা হয়েছে। জানা গেছে- বিএনপি চেয়ারপারসনে বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পর তিনি কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত সব স্তরের নেতাদের সঙ্গে যোগাযোগ করে করণীয় বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া অব্যাহত রখেছেন। বিএনপি চেয়ারপারসনের প্রেসসচিব মারুফ কামাল খান সোহেল বলেন, গ্রেফতারি পরোয়ানা জারির পরও আগামীতে আরও কঠোর আন্দোলনের সিদ্ধান্তে অনড় রয়েছেন বেগম খালেদা জিয়া। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেয়ার দাবিকে গণদাবি আখ্যা দিয়ে তিনি বলেন- বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ের আন্দোলন থেকে পিছু হটবে না বিএনপি।