নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভীকে রুচিহীন ভাষায় ব্যঙ্গ করে প্রচারফলক বিলবোর্ড টানিয়েছে। গত বৃহস্পতিবার রাত থেকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে জমে ওঠা ময়লার স্তুপে নতুন করে এসব ব্যানার-বিলবোর্ড টাঙানো হয়েছে। কে বা কারা এই বিলবোর্ড লাগিয়েছে তা কেউ বলতে পারছে না।
ময়লার স্তুপের উপর আশেপাশের কয়েকটি সাইনবোর্ডের মধ্যে ওই বিলবোর্ড টানানো হয়। ব্যানারের শেষের বাক্যে লেখা হয়েছে, ‘তোমার দূর্গন্ধ থেকে নারায়ণগঞ্জ বাসী মুক্তি চায়’।
সদর উপজেলার ফতুল্লায় অবস্থিত খান সাহেব ওসমান আলী জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এলাকাসহ ঢাকা-নারায়ণগঞ্জ লিঙ্ক রোডের বিভিন্ন পয়েন্টে এরকম ডজনখানেক বিলবোর্ড টাইপ ব্যানার-ফেস্টুন দেখা যায় শুক্রবার সন্ধ্যা পর্যন্ত।
এ বিষয়ে আইভী বা তার বিরোধী পক্ষের কারো বক্তব্য জানা যায়নি। তবে বিষয়টি খুব দৃষ্টিকটু আর অশোভন বলে মনে করছে শহরবাসী। অনেকে মন্তব্য করেছেন, আইভীর প্রতিপক্ষ শামীম ওসমানের লোকজন এ কাজ করে থাকতে পারে। তবে যারা করুক, এটা যে রুচিহীনতার চূড়ান্ত নজির তা বলছেন সবাই।
Prev Post
Next Post