[ads1]বিএনপিপন্থি কৃষিবিদদের সংগঠন এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (অ্যাব) ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বেগম খালেদা জিয়া।
রমজানের ২১তম দিন আজ সোমবার রাজধানীর ইস্কাটনের লেডিস ক্লাব মিলনায়তনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান রোববার রাতে বাংলামেইলকে এ তথ্য জানিয়েছেন। এছাড়া আগামীকাল মঙ্গলবার একই স্থানে ঢাকা মহানগর বিএনপির ইফতার মাহফিলে খালেদা জিয়ার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।
এদিকে, রোববার সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন মিলনায়তনে বিএনপিপন্থি সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত ইফতারে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বেগম জিয়া।[ads2]