আদালতের বাইরে সংঘর্ষে ফখরুলসহ ৬০ জনের নামে মামলা

0

36ঢাকা: বুধবার পুরান ঢাকায় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে। দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৬০ নেতাকর্মীকে এতে আসামি করা হয়েছে। চকবাজার থানা পুলিশ আজ বৃহস্পতিবার মামলাটি দায়ের করে।

বাংলামেইলকে এ তথ্য নিশ্চিত করেছেন চকবাজার থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মাহবুব। আসামিদের নাম ঠিকানা যাচাইবাচাই চলছে বলেও তিনি জানান।

জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত বিশেষ জজ আদালতে চেয়ারপারসন খালেদা জিয়া হাজিরা দিতে গেলে উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে।

খালেদা জিয়া হাজিরা দিতে যাওয়ার আগেই সেখানে বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মী সমবেত হন। তিনি সেখানে পৌঁছার পর নেতাকর্মীরা শ্লোগান দিতে থাকেন। বেলা ১টার দিকে খালেদা জিয়া আদালতের ভেতরে প্রবেশ করেন। এসময় নেতাকর্মীরা আদালতে প্রবেশ করতে চাইলে পুলিশ বাধা দেয়। একপর্যায়ে পুলিশ লাঠিচার্জ করে। নেতাকর্মীরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়তে শুরু করে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার শেল ও রাবার বুলেট ছোড়ে। এতে ঢাকা কলেজ ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক রাহাতুল কবিরসহ বেশ কয়েকজন আহত হন।

পুলিশের লালবাগ জোনের সহকারী কমিশনার মেহেদী হাসান বাংলামেইলকে বলেন, ‘বিএনপি কর্মীরা আদালতে প্রবেশ করতে চাইলে তাদের বাধা দেয়া হয়। নিরাপত্তার স্বার্থেই তাদের আদালতে ঢুকতে দেয়া হয়নি।’

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More