জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজিরা দিতে আদালতে যাচ্ছেন না বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। শারীরিক অসুস্থতার কারণে দেখিয়ে আদালতে যেতে পারবেন না বলে জানিয়েছেন তার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার। বৃহস্পতিবার ৩৪২ ধারায় খালেদার আত্মপক্ষ সমর্থনের দিন ধার্য ছিল।
এদিকে আবেদনের শুনানি হয়নি উল্লেখ করে দিন পেছাতে আবেদন জানান তার আইনজীবী। শুনানি শেষে এ আবেদন মঞ্জুর করে ১৯ মে পুনর্নির্ধারণ করেন আদালত।
বকশীবাজারের বিশেষ আদালতে খালেদা জিয়ার বিরুদ্ধে এ দুটি মামলার কার্যক্রম চলছে।
Prev Post