ঢাকা: আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে উদ্দেশ করে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেছেন, ‘যদি মেরে ফেলতে চান তাহলে মেরে ফেলুন। আমার আর বেঁচে থাকার কোনো আগ্রহ নেই। আপনারা আপনাদের, আমাদের ভাই- বোনদের গুলি করে মারছেন। এসব ঘটনায় আপনাদের অনুতপ্ত হওয়া উচিৎ।’
বৃহস্পতিবার দুপুরে সুপ্রিমকোর্ট বার মিলনায়তনে বারের উদ্যোগে ‘সংবিধান, আইনের শাসন এবং মন্ত্রী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পদধারী ব্যক্তিবর্গের আইন ভঙ্গের উস্কানি: আইনগত ও নাগরিক ভাবনা’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আমাদের গ্রেপ্তার করুন। আমাদের বিরুদ্ধে মামলা হচ্ছে, হয়েছে। আমাদের গ্রেপ্তার করুন।’
তিনি আরো বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে কেউ কখনো ক্ষমতায় টিকে থাকতে পারে নাই। পারবেও না। আপনি দেশের নাগকিদের ভোটের অধিকার ফিরিয়ে দিন। একটি নিরপেক্ষ নির্বাচন দিন। দেখুন জনগণ কাকে ভোট দিয়ে নির্বাচিত করে।’
খন্দকার মাহাবুব বলেন, ‘এ সরকারের আমলে যেকোনো সময় আমাদের ওপর হামলা, মামলা হতে পারে। এমনকি গুলিও করা হতে পারে। আমি মারাও যেতে পারি।’
অনুষ্ঠানে আসা আইনজীবীদের উদ্দেশে তিনি বলেন, ‘গণতন্ত্র রক্ষায় আপনারা সার্বিক প্রস্তুতি নিয়ে থাকুন। যেকোনো ত্যাগের বিনিময়ে আমরা গণতন্ত্র রক্ষায় বদ্ধ পরিকর।’
বিজিবি প্রধান মেজর জেনারেল (অব.) এমএ আজিজ ও র্যাব পরিচালক বেনজির আহমেদের উদ্দেশে এক আইনজীবী বলেন, ‘সুপ্রিমকোর্ট জাগলে বেনজির ও আজিজরা পালানোর জায়গা পাবে না। পাকিস্তানের সুপ্রিমকোর্ট এরকম পরিস্থিতিতে অনেক কিছু করেছে। তাদের কাছে বেনজির- আজিজদের মতো কর্মকর্তারা হারিয়ে গেছে। কাজেই দায়িত্ব পালনের ক্ষেত্রে অতি উৎসাহী না হয়ে যথাযথভাবে দায়িত্ব পালন করুন।’
পরে দেশের চলামান অবস্থার বিষয়ে সুপ্রিমকোর্ট বারের সভাপতির কাছে আইনজীবীরা কিছু প্রস্তাবনা তুলে ধরে বলেন, ‘সারাদেশে যত বিচার বহিঃর্ভূত হত্যাকাণ্ড চালানো হচ্ছে তার তথ্যপ্রমাণ সংগ্রহ করা, যাদের আত্মীয়-স্বজন মারা যাচ্ছে তাদের সুপ্রিমকোর্টে এনে সাক্ষাৎকারের ব্যবস্থা করে সেগুলো সংরক্ষণ করা দরকার।’
আরেকজন আইনজীবী বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনী যেভাবে বিচার বহিঃর্ভূত হত্যাকাণ্ড চালাচ্ছে সে বিষয়ে আইনী পদক্ষেপ নিতে হবে।’
সুপ্রিমকোর্ট বারের সাবেক সম্পাদক অ্যাডভোটে গিয়াস উদ্দিন বলেন, ‘সারাদেশের সব বারে গণতন্ত্র প্রতিষ্ঠায় নিয়মিত কর্মসূচি পালন করা হবে।’
তিনি বলেন, ‘দেশের সব আইনজীবীকে ডেকে এনে সুপ্রিমকোর্টে একটি বড় ধরনের কনভেনশন করতে হবে এবং এ কনভেনশনের মাধ্যমে আন্দোলন সংগ্রামে এগিয়ে যেতে হবে।’
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল, সুপ্রিমকোর্ট বারের সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, সাবেক সম্পাদক গিয়াস উদ্দিন, সহসভাপতি ড. রফিকুল ইসলাম মেহেদী, সহসম্পাদক নাসরিন আকতার, একেএম রেজাউল করিম, সাবেক সহসভাপতি ওয়ালিউর রহমান, সাবেক সহসম্পাদক অ্যাডভোকেট সাইফুর রহমান, বর্তমান কমিটির নির্বাহী সদস্য অ্যাডভোকেট আবেদ রাজা, আকতারুজ্জামান, অ্যাডভোকেট জামিল আকতার এলাহী, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট তাজুল ইসলাম, মির্জা আল মাহমুদ প্রমুখ।
বাংলামেইল২৪