প্রধানমন্ত্রীর বেয়াই ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররহ হোসেন ১৯৭১ একাত্তরে সালে একজন চিহ্নিত রাজাকার ছিলেন,কিন্তু প্রধানমন্ত্রী বেয়াই বলে তার বিরুধ্যে কোন ব্যবস্থা নিচ্ছেন না,চারিদিক থেকে এমন অভিযোগ উঠার পর এই বিষয়ে প্রথমবারের মত মুখ খুললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।তিনি বলছেন আমার বেয়াই রাজাকার নয়।৭১ যুদ্ধের সময় তিনি পাকিস্তানে পক্ষ নিয়েছিলেন বটে কিন্তু তিনি কোন অপরাধ করেন নি।খুন ধর্ষণ এগুলির কোনটির সাথেই আমার বেয়াই জড়িত ছিলেন না।তিনি শুধু রাজনৈতিক ভাবে পাকিস্তান না ভাঙ্গার পক্ষে ছিলেন। এটা কখনো যুদ্ধাপরাধ হতে পারেনা। তিনি বলেন বি,এন,পি জামায়াত শিবিরের রাজাকারেরা অপপ্রচার চালাচ্ছে আমার বেয়াই রাজকার,যা বাস্তবিক পক্ষে সত্য নয়।এটা আমার বিরুধ্যে অনেক ষড়যন্ত্রের একটি অংশ।
তিনি এসকল অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য সকলের প্রতি অনুরোধ করেন।