স্বাধীনতার পর থেকেই আওয়ামী লীগের ওপর নানাভাবে কালিমা লেপনের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। এজন্য তিনি আক্ষেপ করে বলেন, “আর কত হজ করলে, ওমরাহ করলে, নামাজ পড়লে, তাসবিহ পড়লে শেখ হাসিনা মুসলমান হবেন! এটাই আমাদের সবচেয়ে দুঃখজনক অধ্যায়।”
আজ সোমবার বিকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় আশরাফ এসব কথা বলেন। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আওয়ামী লীগ এই জনসভার আয়োজন করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আওয়ামী লীগের শীর্ষ নেতারা বক্তব্য দেন।
আশরাফ বলেন, “বঙ্গবন্ধুকেও বলা হতো হিন্দুর বাচ্চা। আওয়ামী লীগের সবাই হিন্দুর ঘরে জন্ম এমন অপপ্রচারও চালানো হয়েছে।”
তিনি বলেন, “আমি শিশু অবস্থায় ঢাকা ও ময়মনসিংহে বিভিন্ন সভায় নিজ কানে এসব কথা শুনেছি। নানাভাবে আওয়ামী লীগের ওপর কালিমা লেপনের অপচেষ্টা করা হয়েছে।”
জনপ্রশাসন মন্ত্রী বলেন, “বাংলাদেশ এখন সর্বোচ্চ কাতারে। সারা বিশ্ব বলছে, শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি, নারী অধিকার থেকে শুরু করে এমন কোনো সেক্টর নেই যেখানে শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাননি।”
আশরাফ নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আসুন আমরা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করি।