`আসল বিএন‌পি`র আ‌লটি‌মেটাম

0
সংবাদ সম্মেলনে ‘আসল বিএনপি’র মুখপাত্র কামরুল হাসান না‌সিম
সংবাদ সম্মেলনে ‘আসল বিএনপি’র মুখপাত্র কামরুল হাসান না‌সিম

ক্ষ‌তিপূরণ চে‌য়ে ২৪ ঘণ্টার আল‌টি‌মেটাম দি‌য়ে‌ছেন ‘আসল বিএনপি’র মুখপাত্র কামরুল হাসান না‌সিম। এ সম‌য়ের ম‌ধ্যে ৩০ লাখ টাকা ক্ষতিপূরণ না পে‌লে বিএন‌পি নেতা রুহুল কবির রিজ‌ভীর বিরু‌দ্ধে আইনের আশ্রয় ‌নেবেন ব‌লে জানান তি‌নি।

সোমবার দুপু‌রে ডিআরইউর সাগর-রু‌নি মিলনায়ত‌নে সংবাদ সম্মেল‌নে তিনি এসব কথা ব‌লেন।

নাসিম ব‌লেন, `‌রোববার নয়াপল্ট‌নে আসল বিএন‌পির কর্মীরা অফি‌সে গেলে কর্মী‌দের ওপর সন্ত্রাসী হামলা চালান রিজভী। এ ঘটনায় আমা‌দের ৩০ লাখ টাকার ক্ষ‌তি হয়।`

বিস্তা‌রিত আস‌ছে…..

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More