আ.লীগের কেন্দ্রীয় কার্যালয় খালি করার নির্দেশ

0

Awameleaugeঅত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন বহুতল ভবন নির্মাণের জন্য রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় আগামী ১৫ জুলাইয়ের মধ্যে খালি করার নির্দেশ দিয়েছে দলটি।[ads1]

রোববার (১০ জুলাই) দুপুরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণের প্রস্তুতি সভায় দলের পক্ষে এ নির্দেশ দেন দলটির যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। ১১ তারিখ বিকেল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে ১৪ দলের সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী প্রতিরোধ সমাবেশ সফল করার লক্ষ্যে এ প্রস্তুতি সভার আয়োজন করা হয়।

উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশে হানিফ বলেন, ‘আগামী ১৭ জুলাই থেকে কেন্দ্রীয় কার্যালয় ভবন তৈরির কাজ শুরু হবে। আপনাদের সবাইকে আগামী ১৫ জুলাইয়ের মধ্যে ভবন খালি করে দেয়ার জন্য অনুরোধ করছি।’

জানা গেছে- ১০ তলা এ ভবনে থাকবে ৬-৭ তলা পর্যন্ত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের কার্যালয়। থাকবে কনফারেন্স হল, সেমিনার রুম, ডিজিটাল লাইব্রেরি, ভিআইপি লাউঞ্জ, ক্যান্টিন ও সাংবাদিক লাউঞ্জ। আওয়ামী লীগ সভাপতি এবং সাধারণ সম্পাদকের জন্য বড় পরিসরে পৃথক কক্ষ ও সঙ্গে বেলকনি থাকছে বলে জানা গেছে। পুরো কার্যালয়টি করা হবে ওয়াইফাই জোন। ইতিমধ্যে কার্যালয়ের নতুন ভবনের থ্রিডি নকশা অনুমোদন দিয়েছেন দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। [ads2]

প্রসঙ্গত, গত ২৬ এপ্রিল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম ৩০ মে মধ্যে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের ভবনটি খালি করার নির্দেশ দিয়ে বলেছিলেন, ‘আগামী জুন মাসে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের পুরাতন ভবনটি ভেঙে নতুন ভবন নির্মাণের কাজ শুরু হবে। দুই বছরের মধ্যে কাজ শেষ হবে।’

ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণের সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন- ১৪ দলের মুখপাত্র ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, কৃষিবিষয়ক সম্পাদক ড. আব্দুর রাজ্জাক, আন্তর্জাতিক সম্পাদক অবসরপ্রাপ্ত কর্নেল ফারুক খান, কার্যনির্বাহী সদস্য এস এম কামাল, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।[ads1]

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More