আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী প্রত্যয়নপত্র দেবেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির গঠনতন্ত্র সংশোধনের বিষয়ে নির্বাচন কমিশনে চিঠি দেয়ার পর মঙ্গলবার দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাংবাদিকদের এ কথা জানান।
তিনি বলেন, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য দলের গঠনতন্ত্রের একটি ধারায় সংশোধনী এনেছেন চেয়ারপার্সন। এ বিষয়টি লিখিতভাবে ইসিকে জানানো হয়েছে।
রিজভী আরও বলেন, এবার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারপার্সন দলীয় প্রার্থীদের মনোনয়ন চূড়ান্ত করবেন। তবে তাদের প্রত্যয়ন দেবেন দলীয় মহাসচিব।
প্রসঙ্গত, প্রথমধাপে ২২ মার্চ ৭৩৯ ইউপিতে ভোট হবে। মনোনয়নপত্র জমা দিতে হবে ২২ ফেব্রুয়ারির মধ্যে।