ঢাকা: মানবাধিকার ও সমাজ উন্নয়ন সংস্থার (মওসুস) নামে একটি নির্বাচন পর্যবেক্ষক সংস্থাকে ‘উদ্দেশ্যপ্রণোদিতভাবে’ ৫শ পর্যবেক্ষক কার্ড দেয়া হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি।
রোববার বিকেলে বিএনপির পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে লিখিত অভিযোগ দেয়া হয়। দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান স্বাক্ষরিত এ অভিযোগ পত্রটি নিয়ে আসেন সহ দপ্তর সম্পাদক আসাদুজ্জমান শাহীন।
অভিযোগে উল্লেখ করা, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন মওসুস নামে একটি প্রতিষ্ঠানকে বিপুল সংখ্যক নির্বাচন পর্যবেক্ষক কার্ড দেয়ার বিষয়টি রহস্যজনক ও উদ্দেশ্যপ্রণোদিত। কিন্তু যেসব প্রতিষ্ঠানে নির্বাচন পর্যবেক্ষণের পূর্ব অভিজ্ঞতা আছে তাদেরকে উপেক্ষা করা হচ্ছে।
অভিযোগে আশঙ্কা করে বলা হয়, মওসুসকে বিপুল কার্ড দেয়ার মধ্য দিয়ে শাসক দল সমর্থিত প্রার্থীদের অনুকূলে সুষ্ঠু নির্বাচনের সার্টিফিকেট দেয়ার একটি আয়োজন সম্পন্ন করা হয়েছে।
এ ব্যাপারে শাহীন বলেন, ‘এ সংস্থাটির কথা আমরা আগে শুনিনি। এরা দলীয় বা বিশেষ কোনো গোষ্ঠীর লোক কি না, এটা নিয়ে সন্দেহ আছে। এ নিয়ে আমরা উদ্বেগ ও উৎকণ্ঠায় আছি।’
তিনি আরও বলেন, ‘আমরা জেনেছি ফেমার মতো খ্যাতিসম্পন্ন প্রতিষ্ঠানকে মাত্র ১০টি পর্যবেক্ষক কার্ড দেয়া হয়েছে। সেখানে তাদেরকে কেবল দক্ষিণ সিটিতে ৫শ কার্ড কোন উদ্দেশ্যে দেয়া হয়েছে সেটা বোঝা যাচ্ছে না। এমনিভাবে উত্তরে ও চট্টগ্রামেও হয়তো ৫শ করে কার্ড দেয়া হয়েছে। পর্যবেক্ষক নিয়োগের ক্ষেত্রে এ অস্বাভাবিকতা ও অনিয়মে আমরা বিস্মিত।’
তবে প্রধান নির্বাচন কমিশনারের সাক্ষাৎ না পেয়ে তার সহকারীর কাছে এ অভিযোগ জমা দিয়েছে বিএনপি।