সরকার উন্নয়নের চ্যালেঞ্জ বাস্তবায়ন করে স্বাধীনতাবিরোধীদের মোকাবেলা করছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী। শুক্রবার এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, একাত্তরে যারা পরাজিত এবং তাদের দোসররা দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করে দেশকে পিছিয়ে নিতে চায়।
খালিদ মাহমুদ বলেন, দেশকে ভালবাসায় কোন লজ্জা নেই। প্রাণ ভরে জাতীয় সংগীত গাওয়ায় কোন লজ্জা নেই। লজ্জা তাদের যারা দেশের আলো-বাতাসে বেড়ে উঠে দেশকে ভালবাসতে জানেনা, যারা বাংলাদেশকে অস্বীকার করে। তিনি বলেন, দেশকে এগিয়ে নিতে হলে যেমন উন্নয়ন দরকার ঠিক এসব স্বাধীনতাবিরোধীদের নিশ্চিহ্ন করাও প্রয়োজন।
তিনি বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর ২১ বছর পর্যন্ত আমাদের আন্দোলন ছিল গণতন্ত্রিক অধিকার আদায়ের। এখন আমাদের আন্দোলন স্বাধীনতা বিরোধীদের নিশ্চিহ্ন করার। আর আমাদের ভিশন, দেশকে উন্নত দেশের বন্দরে নিয়ে যাওয়ার। খালিদ বলেন, এ দু’টো কাজেই আমাদের নেতৃত্ব দিচ্ছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। এক সময় দেশে ছোট কালভার্ট করতেও যেখানে বিদেশি অর্থ লাগত, এখন দেশের সবচেয়ে বড় উন্নয়ন প্রকল্প পদ্মাসেতু হচ্ছে নিজেদের অর্থে। এসব শেখ হাসিনার অবদান।
দিনাজপুর জেলার বিরল পৌরসভাকে সিসিটিভি’র আওতাভুক্তকরণের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল খাইরুম। আরো বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার রুহুল আমিন, আওয়ামী লীগ নেতা মোস্তাফিজুর রহমান বাবু। এর আগে খালিদ মাহমুদ বোচাগঞ্জে কয়েকটি সড়ক উন্নয়ন কর্মকাণ্ডের ভিত্তি স্থাপন ও উদ্বোধন করেন।
Next Post