ঢাকাঃ কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, মুক্তিযোদ্ধের সময় ১১ ডিসেম্বর টাঙ্গাইল হানাদারমুক্ত করেছিলাম। এবার ১১ ডিসেম্বর হাসিনামুক্ত বাংলাদেশ করব। অবরোধ-হরতাল দিয়ে লাভ নেই, গণভবন ঘেরাও করে শেখ হাসিনাকে অবরুদ্ধ করতে হবে। তিনি গত বৃহস্পতিবার মির্জাপুর উপজেলার কাইতলা এলাকায় এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মির্জাপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি গাজী জামাল উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে এ পথসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হাবিবুর রহমান তালুকদার খোকা বীরপ্রতীক, এ এইচ এম আ: হাই, আমজাদ হোসেন, অধ্যাপক মীর জুলফিকার শামীম, তাপস প্রমুখ। পথসভা এক সময় জনসভায় পরিণত হয়। কাদের সিদ্দিকী হুসেইন মুহম্মদ এরশাদ সম্পর্কে বলেন, কাপুরুষের মতো আত্মহত্যা নয় বীরপুরুষের মতো হাসিনার অপকর্ম জনগণের কাছে তুলে ধরতে হবে। আপনি কম বেকায়দায় পড়ে আত্মহত্যার কথা বলেননি।