অবিলম্বে দেশ থেকে গুম-খুন বন্ধ না হলে এবং গুমের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হলে সরকারের বিরুদ্ধে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রোববার বিকেলে জাতীয় প্রেসক্লাবে বিএনপি আয়োজিত গণ অনশন কর্মসূচিতে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ‘শুধু মানববন্ধন বা অনশন কর্মসূচিতে আন্দোলন সীমাবদ্ধ থাকবে না। গুম-খুন বন্ধ না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।’ খালেদা জিয়া বলেন, ‘নারায়ণগঞ্জসহ সারাদেশ আজ মৃত্য উপত্যাকায় পরিণত হয়েছে।’ সরকারকে ‘অবৈধ’ উল্লেখ করে খালেদা জিয়া বলেন, ‘এ সরকারের পতন না হওয়া পর্যন্ত দেশে শান্তি ফিরে আসবে না। বিস্তারিত আসছে……