নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, ঘোষিত তফসিল বাতিল ও দলের শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে মঙ্গলবার সকাল ৬ টা থেকে শুক্রবার সকাল ৬ টা পর্যন্ত রাজপথ, রেলপথ ও নৌ-পথ অবরোধ কর্মসূচির ডাক দিয়েছে বিরোধী জোট।
সোমবার সন্ধায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এ কর্মসূচি ঘোষণা করেন। ১৮ দলের একটি সূত্র থেকে জানা যায় এই আবরোধ আরো ৬ দিন বাড়িয়ে ৯ দিন করা হতে পারে।
উল্লেখ্য, গত ২৫ নভেম্বর নির্বাচন কমিশন দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর তা প্রত্যাখ্যান করে নির্দলীয় সরকারের অধীনে আগামী নির্বাচন অনুষ্ঠানের দাবিতে এর আগে তিন দফায় সারাদেশের সড়ক, নৌ ও রেলপথ অবরোধ কর্মসূচি পালন করেছে ১৮ দল।