খালেদাকে রাজনীতি থেকে বাদ দিয়ে: তথ্যমন্ত্রী

0

inu-400x234তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, খালেদা জিয়ার হাতে রক্তের দাগ আর পিঠে দুর্নীতির ছাপ রয়েছে। তাই তাকে রাজনীতি থেকে বাদ দিয়ে দেশ ও দেশের গণতন্ত্রকে রক্ষা করতে হবে।

বৃহস্পতিবার রাজধানীর পল্টনে মুক্তি ভবনে আয়োজিত জাতীয় শ্রমিক ফেডারেশনের মে দিবসের আলোচনায় তিনি একথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়া মধ্যযুগের রাজরানী নন যে, তিনি মানুকে পুড়িয়ে মারলে ও দুর্নীতি করলেও বিচার হবে না। কোনো অপরাধীর অপরাধের বিচার করা কখনোই রাজনৈতিক হয়রানি নয়। রাজাও যদি চুরি করে, তার মাফ নেই।’

তিনি বলেন, ‘মানুষ পোড়ানোর মামলা থেকে খালেদা জিয়াকে রেহাই দেওয়ার জন্য যারা তদবির করবেন, তারা গণতন্ত্রের এবং শ্রমিকের শত্রু। স্বৈরতন্ত্রের মতই জঙ্গিবাদী, আগুন-সন্ত্রাসী এবং এদের নেত্রী খালেদা জিয়া শ্রমিক, দেশ ও গণতন্ত্রের শত্রু।’

ইনু বলেন, শেখ হাসিনার সরকারই শ্রমিকের ন্যূনতম মজুরি যুগোপযোগীভাবে বৃদ্ধি করেছে এবং ট্রেড ইউনিয়নের অধিকার প্রতিষ্ঠা করেছে। একাধিক বার দেশের প্রধানমন্ত্রী থাকলেও খালেদা জিয়া তা কখনও ভাবেননি।

তথ্যমন্ত্রী দেশের অর্থনীতির চালিকাশক্তি শ্রমিকদের কল্যাণে জঙ্গিমুক্ত রাজনীতি, নিরাপদ কর্মস্থল, সম্মানজনক ন্যূনতম মজুরি ও আপদকালীন তহবিল-এই চারটি বিষয়ের ওপর সর্বাধিক গুরুত্ব আরোপ করেন।

জাতীয় শ্রমিক ফেডারেশনের সভাপতি আ স ম জাকারিয়ার সভাপতিত্বে আলোচনায় অংশ নেন অর্থনীতিবিদ অধ্যাপক এম এম আকাশ, ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য নজরুল ইসলাম হাক্কানী, ফেডারেশনের কার্যকরী সভাপতি শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক আমিরুল হক, সহ-সভাপতি আসমা আক্তার প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More