ঢাকা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ‘ভালো অভিনেত্রী’ আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘গুলশান কার্যালয়ে বসে তিনি অবরুদ্ধের ভালো নাটক করছেন।’
প্রধানমন্ত্রী বলেন, ‘তার মত এতো ভালো অভিনেত্রী হওয়া সত্ত্বেও কেন তাকে কেউ চান্স দিচ্ছে না। তিনি ভালো নাচতে পারেন। স্কুলে নাচতেন।’
ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রোববার সন্ধ্যায় গণভবনে নেতারা সাক্ষাৎ করতে গেলে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
ঈদে মিলাদুন্নবীর উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘আজকে এমন একটা দিনে তার কারণে মানুষ ধর্মকর্মও করতে পারছে না। জ্বালাও পোড়াও চলছে, সবাই আতঙ্কের মধ্যে আছে।’
৫ জানুয়ারির নির্বাচন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, পাঁচ জানুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে নতুন সরকার এসেছে। ওই নির্বাচন ঠেকাতে তিনি (খালেদা জিয়া) ব্যর্থ হয়েছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দেশের মানুষ ও অন্তর্জাতিকভাবে এই সরকারকে স্বীকৃতি দেওয়া হয়েছে। আজ বংলাদেশ নিজের পায়ে দাঁড়াতে পেরেছে। সেই জায়গাতে অন্তত আমরা আনতে পেরেছি।
তিনি আরো বলেন, ‘যারা অরাজকতা ও মানুষ খুন করেও নির্বাচন ঠেকাতে পারেনি তাদের সরকার পতন আন্দোলনও সফল হবে না।’