ঃঢাকা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কার্যালয়ে ‘ওরশ’ চলছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ‘ওরশের সময় ভক্তরা যেমন দরবারে বিভিন্ন পণ্য নিয়ে যান বিএনপির নেতা-কর্মীরাও তেমনি খালেদার কার্যালয়ে তরকারি, মাংস, মাছ নিয়ে যাচ্ছেন। দেখে মনে হচ্ছে খালেদা জিয়া ‘ওরশের’ আয়োজন করেছেন।’
রোববার রাজধানীর বঙ্গবন্ধু স্টেডিয়ামের এক নম্বর গেটের সামনে আওয়ামী সমর্থক জোটের এক মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।
খালেদা জিয়ার কার্যালয়ে খাবার নিয়ে ‘নাটক’ করা হচ্ছে দাবি করে হাছান মাহমুদ বলেন, ‘সেখানে এতো মানুষের খাবার কেনো প্রবেশ করবে? সেখানে কি কোন সন্ত্রাসীকে লুকিয়ে রাখা হয়েছে? জনগণ তা জানতে চায়।’
খালেদা জিয়ার কার্যালয় তল্লাশি করার জন্যও সরকারকে অনুরোধ করেন সাবেক এই মন্ত্রী।
হরতালের নামে দেশবাসীর সঙ্গে খালেদা কৌতুক করছেন মন্তব্য করে হাছান মাহমুদ বলেন, ‘প্রতিবাদের ভাষা হরতালকে খালেদা জিয়া হাস্যকর করে ফেলেছেন। আগে হরতালে গাড়ি চলতো না, দোকানপাট খুলতো না। আর এখন হরতালে গাড়ি চলে, দোকানপাটও খুলে। তবে মাঝে মাঝে খালেদা জিয়ার বোমা বাহিনী সাধারণ মানুষ পুড়িয়ে মারে।’
হরতালে ঢাকাসহ দেশের বিভিন্ন সড়কপথে যানজট রয়েছে বলেও দাবি করেন আওয়ামী লীগের এই নেতা।
তিনি বলেন, ‘দেশের মানুষের প্রতি খালেদা জিয়ার কোন ভালবাসা নেই বলে ভালবাসা দিবসের দিন তিনি ৭২ ঘণ্টার হরতাল ডেকেছেন।’
নগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল হক সবুজের সভাপতিত্বে নগর আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আওলাদ হোসেনসহ বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।