ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করছেন ইউরোপীয় পার্লামেন্টের সফররত মানবাধিকার বিষয়ক প্রতিনিধিদল। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে প্রবেশ করেন ছয় সদস্যের প্রতিনিধিদল। প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন ড্রোইয়ের ভাইস চেয়ারম্যান ও ইউরোপীয় পার্লামেন্টে প্রভাবশালী গ্রুপ ইপিপি সদ্যস্য ক্রিশ্চিয়ান দান প্রেদা। বাংলাদেশেমৌলিক রাজনৈতিক অধিকার, মত প্রকাশের স্বাধীনতা ও শ্রম অধিকারসহ বাংলাদেশের সামগ্রিক মানবাধিকার পরিস্থিতি খতিয়ে দেখতে সোমবার সন্ধ্যায় ঢাকায় এসেছে প্রতিনিধি দলটি। তারা চার দিন বাংলাদেশে অবস্থান করবেন। এ সফরের সময় প্রতিনিধিদল স্পিকার শিরীন শারমিন চৌধুরী, আইনমন্ত্রী আনিসুল হক ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে বৈঠক করবে। এছাড়া প্রতিনিধিদলটি রাজনীতিবিদ, ব্যবসায়ী, নাগরিক সমাজ ও গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলবে। গত দুই দশকের মধ্যে ইউরোপীয় পার্লামেন্টের মানবাধিকারবিষয়ক উপকমিটির এটাই প্রথম বাংলাদেশ সফর। দেশের চলমান রাজনৈতিক সহিংসতার প্রেক্ষপটে ইউরোপীয় পার্লামেন্টের মানবাধিকার বিষয়ক উপকমিটির সফরটি বেশ তাৎপর্যপূর্ণ। ইইউ বাংলাদেশের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার।