খালেদাসহ ৩৮ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল

0

imagesবিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ৩৮ জনের বিরুদ্ধে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় গাড়িতে পেট্রোলবোমা নিক্ষেপ করে যাত্রী হত্যার অভিযোগে দায়ের করা মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করেছে পুলিশ।

ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ তারেক মঈনুল ইসলাম ভুইয়ার আদালতে বৃহস্পতিবার মামলার তদন্তকারী কর্মকর্তার পক্ষ থেকে যাত্রাবাড়ী থানা পুলিশ চার্জশীট দাখিল করে। আদালতের সাধারণ শাখার (জিআর) প্রধান উপ-পরিদর্শক (এসআই) উজির উদ্দিন অভিযোগপত্রটি গ্রহণ করেন। পরে তা আদালতের সামনে উপস্থাপন করা হয়। আদালত অভিযোগপত্রটি পরবর্তী কার্যক্রমের জন্য ঢাকার মুখ্য মহানগর হাকিম বরাবর প্রেরণ করেন।

বুধবার মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-পরিদর্শক (এসআই) বশির উদ্দিন ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতের সংশ্লিষ্ট সাধারণ শাখায় (জিআর) তা জামা দেন।

মামলায় হত্যা ও বিস্ফোরক আইনে পৃথক দু’টি অভিযোগপত্র দেওয়া হয়েছে। এতে খালেদা জিয়াসহ ৩১ জনকে পলাতক দেখান হয়েছে।রুহুল কবির রিজভীসহ সাতজন জেলহাজতে আছেন। মামলায়৮১ জনকে সাক্ষী করা হয়েছে ।

এই মামলায় অভিযুক্তরা হলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া, এম কে আনোয়ার, যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, আমান উল্লাহ আমান, বরকত উল্লাহ বুলু, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, বিএনপির চেয়ারপাসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন, শওকত মাহমুদ, বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, সাবেক ছাত্রনেত্রা হাবিবুন নবী খান সোহেলসহ ৩৮ জন।

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More