ফেনী: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ করার প্রতিবাদে ফেনীতে পৃথক বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও সাইবার ইউজার দল। রোববার বিকাল তিনটার দিকে বিএনপি একটি মিছিল বের করে। পৌর বিএনপির সভাপতি আলাল উদ্দিন আলাল মিছিলে নেতৃত্ব দেন।
অপরদিকে চারটার দিকে ট্রাংক রোডে বিক্ষোভ মিছিল করেছে সাইবার ইউজার দল। জেলা আহবায়ক শরীফুল ইসলাম রাসেল মিছিলে নেতৃত্ব দেন। মিছিলকারীরা ১৫-২০টি গাড়ি ভাঙচুর করে। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দ শুনা যায়। মুহূর্তেই শহরে আতংক ছড়িয়ে পড়ে। রাস্তা-ঘাট ফাঁকা হয়ে যায়।
আর ডি