মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম জিয়ার বক্তব্য প্রসঙ্গে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি বলেছেন, মুক্তিযুদ্ধের মীমাংসিত বিষয় নিয়ে কোনো বিতর্ক করলে কেউ রেহাই পাবে না। বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা হয়েছে। তিনি যদি এই বক্তব্য প্রত্যাহার না করেন এবং জাতির কাছে ক্ষমা প্রার্থনা না করেন, তাহলে এজন্য তাকে আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হবে। আজ শুক্রবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় বঙ্গবন্ধু এভিনিউয়ে যুবলীগের এক যৌথ সভায় তিনি একথা বলেন। যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
এসময় আরো উপস্থিত ছিলেন যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, প্রেসিডিয়াম সদস্য মুজিবর রহমান চৌধুরী, মাহবুবুর রহমান হিরণ ও আনোয়ারুল ইসলাম, দপ্তর সম্পাদক কাজী আনিসুর রহমান, মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট প্রমুখ। হানিফ বলেন, যুদ্ধাপরাধীদের রায়ের বিরুদ্ধে পাকিস্তান তাদের জাতীয় সংসদে নিন্দা প্রস্তাব উত্থাপিত হওয়ায় প্রমাণিত হয়েছে বিএনপি ও জামায়াত পাকিস্তানের এজেন্ট। পাকিস্তান এখনো একাত্তরের পরাজয় ভুলতে পারে নাই।
তাই একাত্তরের পরাজয়ের প্রতিশোধ নেয়ার জন্য বিএনপি-জামায়াতকে দিয়ে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে নস্যাৎ করার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। বাংলাদেশের বিরুদ্ধে পাকিস্তানের কোনো ষড়যন্ত্র স্বাধীন বাংলাদেশের মানুষ মেনে নেবে না। তিনি বলেন, ১৫ তারিখের মানববন্ধন কোনো ব্যক্তি বা দল বিশেষের বিরুদ্ধে নয়, বাংলাদেশকে নিয়ে পাকিস্তান ও তাদের এদেশীয় এজেন্টদের ঘৃণ্য ষড়যন্ত্রের বিরুদ্ধে এই মানববন্ধন। এটা সমগ্র বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষের মানববন্ধন। এসময় আওয়ামী লীগের এই যুগ্ম-সাধারণ সম্পাদক নেতাকর্মীদের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণের মাধ্যমে মানববন্ধনকে সফল করার আহবান জানান।