আওয়ামিলীগের প্রচার সম্পাদক হাসান মাহমুদ অভিযোগ করেছেন খালেদা জিয়ার পূর্ব পুরুষেরা ইহুদি ছিল।ইনি বলেন খালেদা জিয়া সকলভাবে ব্যর্থ হয়ে ক্ষমতায় যাবার জন্য এখন ইহুদিদের পায়ে ধরেছেন।খালেদা জিয়া ইসলাম, জাতি ও গণতন্ত্রের শত্রু।তার পূর্ব পুরুষ ইহুদি না হলে কখনই তিনি ক্ষমতায় যাওয়া জন্য ইহুদিদের সাথে আতাত করতে পারত না।
তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো প্রতিহিংসা শেখ হাসিনা সরকারের নেই। বরং খালেদা জিয়া সাত বছর ধরে জঙ্গি তাণ্ডব ও দেশি-বিদেশি মহলের সঙ্গে চক্রান্ত করে সরকারের অগ্রযাত্রাকে আটকানো ও অবৈধ পথে সরকার পতনের চেষ্টা করেছে।
৭১’র গণহত্যার কথা যেমন জাতি ভুলেনি তেমনি ৯৩ দিনের আগুন দিয়ে মানুষ পোড়ানোর ঘটনা জাতি কোনো দিন ভুলবে না।