বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে স্থায়ী কমিটির বৈঠক ১০ ফেব্রুয়ারি। ওই দিন গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক ডেকেছেন খালেদা জিয়া। আজ শনিবার বিএনপির দপ্তর সহসম্পাদক তাইফুল ইসলাম টিপু বিষয়টি নিশ্চিত করেছেন।
দলীয় সূত্র জানিয়েছে, বুধবার রাত সাড়ে ৮টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। চলমান রাজনৈতিক পরিস্থিতি, বিএনপির ষষ্ঠ কাউন্সিল, সাংগঠনিক পুনর্গঠন প্রক্রিয়ার অগ্রগতিসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় বৈঠকে আলোচনা করা হবে।