বিএনপির গণ-অনশনে যোগ দিলেন দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। জাতীয় প্রেসক্লাবে বিকেল সাড়ে ৪টার পর তিনি অনশনস্থলে আসেন। এ সময় দলের নেতা-কর্মীরা মুহুর্মুহু স্লোগানে তাকে স্বাগত জানান। খালেদা জিয়াও উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশে হাত নেড়ে অভিনন্দন জানান। এর আগে সকাল সোয়া ৯টায় দলটির পূর্বঘোষিত অনশন কর্মসূচি শুরু হয়। ওলামা দলের সভাপতি আবদুল মালেক পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন। দুপুরে নামাজের জন্য ২০ মিনিটের বিরতি দেওয়া হয়। বিরতির পর আবারও নেতাদের বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয় কর্মসূচি। এ কর্মসূচিতে শতাধিক কেন্দ্রীয় নেতাসহ বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশ নিয়েছেন।