ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ইকবালবলেছেন, খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ের গেট না খোলা অমানবিক ও লজ্জাজনক।
শনিবার রাত সাড়ে ৮টায় খালেদা জিয়াকে সমবেদনা জানাতে গিয়ে প্রধানমন্ত্রীর ফিরে যাওয়ার পর গুলশান কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ কথা বলেন ইকবাল সোবাহান চৌধুরী।
ইকবাল সোবাহান চৌধুরী বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যুর সংবাদ শুনে প্রধানমন্ত্রী তাকে সাত্ত্বনা দেয়ার জন্য এখানে এসেছিলেন। তিনি একজন মা হিসেবে আরেকজন মায়ের কাছে এসেছিলেন। কোন রাজনৈতিক কারণে তিনি আসেননি। তারপরও গেট না খোলা অমানবিক ও লজ্জাজনক।’
ইকবাল সোবাহান বলেন, ‘প্রধানমন্ত্রী তার সব কাজ ফেলে রেখে এখানে এসেছিলেন তার সমবেদনা জানানোর জন্য। কিন্তু তারা সেই সুযোগটুকু দেয় নাই। এটা কোনো রাজনৈতিক শিষ্টাচার নয়।’
বিএনপির কারও সঙ্গে যোগাযোগ করে এখানে এসেছেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর কার্যলয় থেকে বিকালে যোগাযোগ করা হয়েছিল। আর সন্ধ্যার পর থেকে আপনারা মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছেন এখানে তিনি আসছেন।’
প্রধানমন্ত্রী আসার বিষয়টি যদিও না জানানো হয়, তারপর প্রধানমন্ত্রী যখন এখানে এসেছেন গেট খুলে দেয়া কি উচিত ছিল না এমন প্রশ্ন রেখে এই উপদেষ্টা বলেন, ‘আপনার বাড়ির সামনে প্রধানমন্ত্রী এলে আপনি কি বাড়ির দরজা বন্ধ রাখবেন?’
এর আগে প্রধানমন্ত্রী আগমন উপলক্ষ্যে খালেদার গুলশান কার্যালয়ের আশেপাশে নিরাপত্তা জোরদার করা হয়। এসএসএফ, পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়। তবে রাত সাড়ে ৮টার কিছু আগেই খালেদা জিয়ার বিশেষ সহকারী শিমুল বিশ্বাস সাংবাদিকদের জানান, শোকে অস্থির খালেদা জিয়াকে ইনজেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে।
উল্লেখ্য, শনিবার দুপুরে মালয়েশিয়ায় মারা গেছেন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো। সকালে বুকে ব্যথা অনুভব করলে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।