ঢাকা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমির অধ্যাপক গোলাম আযমের নামাজে জানাজা আজবাদ যোহর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে অনুষ্ঠিত হবে।
এতে ঈমামতি করবেন তার ছেলে সাবেক সেনা কর্মকর্তা বিগ্রেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আযমী।
পারিবারিক সিদ্ধান্তের পর সন্ধ্যা পৌনে ৭টায় সাংবাকিদদের একথা জানিয়েছেন গোলাম আযমের ছেলে আযমী।
তিনি জানান, জানাজার পর তার লাশ মগবাজার কাজী অফিস লেন পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
তিনি আরো জানান, আগামীকাল আজ সকালেই গোলাম আযমের আরো তিন ছেলে বাংলাদেশে এসে পোঁছাবেন। আর সেকারণেই বাদ যোহর তার নামাজের জানাজার সময় নির্ধারণ করা হয়।
তিনি জানান, পারিবারিক সিদ্ধান্তের আলোকেই তাকে পিতার (গোলাম আযম) নামাজের জানাজার ঈমামতির দায়িত্ব দেয়া হয়েছে।