চট্টগ্রাম: পুলিশ-বিজিবি’র কঠোর নিরাপত্তার মধ্যে শান্তিপূর্ণভাবে বিএনপির অবরোধ চলছে। অবরোধের সমর্থনে বন্দরনগরীর কোথাও কোন কর্মসূচির খবর পাওয়া যায়নি।
নগরীর নাসিমন ভবনে বিএনপির কার্যালয় ও আশপাশের এলাকায়ও বিরাজ করছে সুনসান নীরবতা। নগরীর প্রবেশপথ এবং গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। নগরী এবং কয়েকটি স্পর্শকাতর জেলায় বিজিবি মোতায়েন আছে।
নগরীর নিউমার্কেট, এনায়েত বাজার, কাজির দেউড়ি, নন্দনকাননসহ বিভিন্ন এলাকা ঘুরে রিকশা, অটোরিকশা, বাস, ট্রাক চলতে দেখা গেছে। ব্যক্তিগত যানবাহনও চলছে।
নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) বনজ কুমার মজুমদার বাংলানিউজকে বলেন, মাঠে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। ছয় প্লাটুন বিজিবি সদস্যও প্রস্তুত রাখা হয়েছে।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) নাইমুল হাছান বাংলানিউজকে বলেন, স্পর্শকাতর পাঁচটি উপজেলায় ছয় প্লাটুন বিজিবি মোতায়েন আছে। সব উপজেলায় অতিরিক্ত পুলিশ আগে থেকেই মোতায়েন আছে।
অবরোধের মধ্যে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দূরপাল্লার যানবাহন চলাচল প্রায় স্বাভাবিক আছে। তবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দূরপাল্লার যানবাহন পুলিশি প্রহরায় চলাচল করছে।
চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ‘অবরুদ্ধ’ করে রাখার প্রতিবাদে সোমবার সারাদেশে অনির্দিষ্টকালের অবরোধ ডেকেছে বিএনপি।
এইচএন/রির