আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ-শিবির সংঘর্ষ চলছে। এ সময় গোলাগুলি ও ককটেল বিষ্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার সন্ধ্যা ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দি হলের সামনে এ ঘটনার সূত্রপাত হয়। উভয় পক্ষের কর্মীরা মুখোমুখি অবস্থানে রয়েছেন। ছাত্রলীগ কর্মীরা বিশ্ববিদ্যালয়ের আমানত হল এবং শিবির কর্মীরা সোহরাওয়ার্দী হলের সামনে অবস্থান নিয়েছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রক্টর সিরাজ উদ দৌল্লাহ জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য ঘটনাস্থলে আইন শৃঙ্খলা বাহিনী ও প্রক্টরিয়াল বডির সদস্যরা উপস্থিত রয়েছেন।