অবশেষে বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদের সন্ধান পাওয়া গেছে। এই ব্যাপারে মুখ খুলেছেন তার স্ত্রী হাসিনা আহমেদ। সাংবাদিকদের তিনি বলেন, আজ সকালে ভারতের মেঘালয় থেকে ফোন করে আমাকে জানানো হয় সালাহউদ্দিন আহমেদ সেখানকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
তিনি আরও বলেন, তাকে চোখ বেধে নিমহ্যান্স (ন্যাশনাল এনস্টিটিউট অব মেন্টাল হেলথ অ্যান্ড নিউরো সায়েন্স) হাসপাতালেফেলে রেখে আসা হয়েছে।
এদিকে ফোনে সালাহউদ্দিন আরও বলেন, আমি বেচেঁ আছি। সবার দোয়ায় ভাল আছি।