ঢাকা: পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান এক দিন এগিয়ে নেওয়ায় ছাত্রলীগ কর্মীদেরকে ধন্যবাদ জানিয়েছেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব অধ্যাপক মাওলানা সালাহউদ্দিন। একই সঙ্গে তিনি ছাত্রলীগ নেতাকর্মীদের নিয়মিত মসজিদে গিয়ে নামাজ আদায় করার আহ্বান জানান।
রোববার ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জাতীয় মসজিদে আয়োজিত মিলাদ মাহফিলে এ ধন্যবাদ জানান তিনি।
মাওলানা সালাহউদ্দিন বলেন, “আজ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী হওয়া সত্ত্বেও কর্মসূচি একদিন এগিয়ে নিয়ে নবীর প্রতি, ধর্মের প্রতি শ্রদ্ধা জানানোয় তাদের ধন্যবাদ।” ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী ৪ জানুয়ারি হওয়া সত্ত্বেও একই দিনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) হওয়ায় প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি একদিন এগিয়ে নেয় সংগঠনটি। এর অংশ হিসেবে শনিবার দেশজুড়ে সমাবেশ ও শোভাযাত্রা করেছে ছাত্রলীগ।
এইচএন